শেরপুরের শ্রীবরদী উপজেলায় সড়কের পাশে ডোবা থেকে ইটভাটার এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চার দিন পর শনিবার সকাল ১০টার দিকে নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. সোহেল ওরফে বাবু (৩০) স্থানীয় একটি ইটভাটার পাহারাদার ছিলেন। তিনি নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাপ আলীর ছেলে।
সহকর্মী সাইদুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে খাওয়ার কথা বলে বাবু বাড়িতে যান। তারপর আর ফিরে আসেননি।
ইটভাটার কয়লা শ্রমিক শফিকুল ইসলাম জানান, বাবু সবার সঙ্গে মিলেমিশে কাজ করতেন। কারো সঙ্গে তেমন কোনো বিরোধ ছিল না।
মা খোদেজা বেগম ও স্ত্রী ইয়াছমিনের দাবি, বাবুকে খুন করা হয়েছে।
পুলিশ জানায়, ২৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হন বাবু। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ আরও জানায়, পানিতে থাকার কারণে লাশ অনেকটাই ফুলে গেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।