রংপুর মহানগরীতে পরকীয়া করতে গিয়ে পিটুনি খেয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার সকালে কুকরুল পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্য মো. লিটন মিয়া সাভারের আশুলিয়া শিল্প পুলিশ থানায় কর্মরত রয়েছেন।
স্থানীয় রায়হানুল ইসলাম জানান, উত্তেজিত জনতা তাকে আটক করে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশে দেয়।
আটক লিটন মিয়া বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা হেফাজতে রয়েছেন।
কুকরুল পুর্বপাড়া এলাকার দীপক রায় জানান, তাদের এলাকার এক নারীর সঙ্গে দীর্ঘ দিনের পরকীয়ায় সম্পর্ক লিটনের। সেই সূত্রে এলাকাটিতে যাতায়াত তার।
‘শনিবার সকাল ছয়টার দিকে লিটন বাড়িটি থেকে বের হলে তাকে প্রশ্ন করি, আপনি কোথায় এসেছেন? প্রশ্ন শুনে দৌড় দেন তিনি। পরে আমরা কয়েকজন মিলে তাকে আটক করি। তিনি ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন।’
এক পর্যায়ে লিটন নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলে কাউন্সিলর অফিসে খবর পাঠায় স্থানীয়রা।
সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।