চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২২১ ভরি সোনাসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৫টার দিকে উত্তম সেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উত্তমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ব্রাহ্মণঘাটা এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে জানান, রেলওয়ে স্টেশন এলাকায় ঢোকার মুখে চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশি করে উত্তম সেনের কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করে পুলিশ, যেগুলোর ওজন ২২১ ভরি।
ওসি জানান, এসব সোনা চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন উত্তম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা চোরাচালান চক্রের সঙ্গে কাজ করার কথা স্বীকার করেছেন। তিনি সৃজিত ধর নামে আরও একজন চোরাচালানির তথ্য দিয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ এ ঘটনায় উত্তম সেন ও সৃজিত ধরের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় উত্তমকে গ্রেফতার করা হয়েছে। তবে সৃজিতকে গ্রেফতার করা যায়নি।