ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া বাজারে আগুনে ছয় দোকান পুড়ে গেছে। এসময় আরও চার দোকানের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে কাউলিবেড়া বাজারের সুভাষ ধরের ঔষধের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সুভাষ ধরের ওষুধের দোকান, রাশেদ সু-স্টোর, আনন্দ সু-স্টোর, তুষার কসমেটিক্স, রজব ইলেকট্রিক ও পলাশের সেলুনের দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আগুনে ছয়টি দোকানের মালামাল পুরোটাই পুড়ে গেছে, চার দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’