বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকল শ্রমিকদের পাওনা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মন্ত্রী বলেন, সরকারি পাটকলগুলোতে লোকসান অব্যাহত থাকায় প্রতি বছরই সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডক্যাশ দিয়ে পাটকলগুলো আধুনিকায়ন করে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে। বেসরকারি খাতে প্রতিষ্ঠিত পাটকলগুলো ব্যবসা করছে। গত বছর কৃষকেরা পাটের মণপ্রতি ২ হাজার টাকা পেলেও এ বছর সাড়ে ৩ হাজার টাকা মণ দরে বিক্রি করছেন।
শুক্রবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর মন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নির্মাণাধীন শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, অতিরিক্ত সচিব মো. আবু কালাম, তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, শেখ রেহানা টেক্সটাইল কলেজের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান খান, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।