দিনাজপুরের বিরল উপজেলার বল্লভপুর মাঝাপাড়া গ্রামে শুক্রবার দুপুরে আব্দুল কাদের নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
অভিযোগ উঠেছে, বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে ভাইয়ে ভাইয়ে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ভাতিজার হাসুয়ার কোপে তিনি নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা হাসুয়াটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব নিউজবাংলাকে জানান, বাড়ির পাশে ২৬ শতক জমি নিয়ে কাদেরদের পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই জমিতে চলতি মৌসুমে পাঁচ ভাই ও তাদের সন্তানরা যে যার মতো ধান চাষ করেন।
শুক্রবার কাদের তার অংশের ধান কেটে রোদে শুকাতে দেন। এ সময় অপর ভাই আবুল হোসেন বাবুর অংশের ধান কাটতে যান আরেক ভাই রোস্তম আলী ও তার সন্তানসহ ভাড়াটে লোকজন। এতে কাদের ও আবুল বাধা দেন। এ সময় রোস্তমের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে রোস্তমের ছেলে নাঈম ইসলাম হাসুয়া দিয়ে কাদেরকে কোপ দেন। এতে কাদের গুরুতর জখম হন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাদেরকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নাঈম ও তার পরিবারের লোকজন পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।