বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় সুনামগঞ্জের তাহিরপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট থেকে মোজাম্মেল আলম ভূঁইয়া নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভোলাখালি গ্রামের রব মিয়ার ছেলে।
বিজিবি ও পুলিশ জানায়, মোজাম্মেল দীর্ঘদিন ধরে ফেসবুক ও বিভিন্ন ইমেইল ব্যবহার করে সুনামগঞ্জ-২৮ বিজিবির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করে আসছিল।
বিষয়টি নজরে আসলে সুনামগঞ্জ ২৮ বিজিবির নায়েক রাসেল মোজাম্মেলের বিরুদ্ধে তাহিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে মোজাম্মেলকে কারাগারে পাঠানো হয়েছে।