ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৩ টি পদে জয়ী হয়েছে। বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছে।
সভাপতি পদে নির্বাচিত খান আখতারুজ্জামান জানান, ভোট ব্যবস্থা ও ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট। আইনজীবীদের অধিকার আদায়ে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জাকারিয়া মিলন জানান, এই নির্বাচন নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনিও ফলাফলে সন্তুষ্ট।
আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান। তিনি জানান, ২৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৭১ জন।