তারা হলেন- চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের জুয়েল মিয়া (২৭) ও সুন্দরপুর গ্রামের সুজিদ দেবনাথ (২৮)।
হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার ৪৮০ কেজি চা পাতাসহ দুটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছে বিজিবি।তারা হলেন- চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের জুয়েল মিয়া (২৭) ও সুন্দরপুর গ্রামের সুজিদ দেবনাথ (২৮)।বাল্লা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আইয়ূব আলী জানান, গোপন সংবাদে বিকেলে উপজেলার আসামাপাড়া-দুধপাতিল সড়কে অভিযান চালানো হয়।
এ সময় বল্লা সীমান্ত দিয়ে ভারতীয় চা পাতা নিয়ে আসার সময় অটোরিকশা দুটির গতিরোধ করে বিজিবি। জব্দ করা হয় ৯ বস্তা চা পাতা, যার ওজন ৪৮০ কেজি।