ওসি কাজী গোলাম কবীর জানান, মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতার সুজন হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে পঞ্চম শ্রেণির মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার সুজন হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এই ঘটনায় ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর বাবা।
মামলায় বলা হয়, মেয়েটির মা প্রায় এক বছর আগে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার বাবার অনুপস্থিতিতে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সুজন। এ সময় মেয়েটির চিৎকারে এগিয়ে আসে এলাকাবাসী। সুজনকে ধরে পুলিশে দেয় তারা।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, সুজন পেশায় কাঠমিস্ত্রি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।