ঢাকার সাভারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সাইদুল হক সৈয়দ (৫৫) নামের এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার হেমায়েতপুর থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়।
সাইদুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুরে রিকশা চালান।
শিশুটির মা জানান, তার স্বামী একটি পোশাক কারখানার শ্রমিক। তিনিও পোশাক কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শিখছেন। তারা সাভারে ভাড়া বাসায় থাকেন। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বুধবার সন্ধ্যায় শিশুটিকে সাইদুল কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রিকশাচালক সৈয়দকে আটক করে পুলিশকে খবর দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ নিউজবাংলাকে জানান, বুধবার রাতে খবর পেয়ে জয়নাবাড়ি এলাকা থেকে সাইদুলকে আটক করা হয়।
ওসি আরও জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাইদুলকে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান ওসি।