নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ভওয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা হয়। এতে নানা শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেয়।
জানাজায় অংশ নেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাও।
জানাজা শেষে জাহাঙ্গীর বিশ্বাসকে ভওয়াখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
৬০ বছর বয়সী এই রাজনীতিক এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বুধবার বেলা ১২টা ২০মিনিটের দিকে তার মৃত্যু হয়।
তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং খুলনা বিভাগ শ্রমিক ফেডারেশনের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বৃহস্পতিবার নড়াইল জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
মেয়র জাহাঙ্গীরের তিন ছেলের মধ্যে বড় দুজন বাবার সার, বীজ, সিমেন্টের ব্যবসা দেখেন। ছোট ছেলে পড়ছেন সপ্তম শ্রেণিতে। মেয়রের স্ত্রী, সন্তান সবাই নড়াইলেই থাকেন।