একটি কাভার্ড ভ্যান আরেকটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন।
বুধবার মাঝ রাতে সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সাইদুর ইসলাম নিউজবাংলাকে বলেন, একটি কাভার্ড ভ্যান আরেকটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়।
পুলিশ জানায়, নিহত চালকের ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। তারা মরদেহ নেয়ার জন্য চট্টগ্রামে আসছেন।