চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া তিনটি বাঘ শাবকের মধ্যে দুইটি মারা গেছে। এরমধ্যে ১৫ নভেম্বর রাতে একটি ও ১৮ নভেম্বর আরও একটি মারা গেছে।
এর আগে গত ১৪ নভেম্বর রাতে জয়া-রাজ নামে বাঘ দম্পতি তিনটি শাবকের জন্ম দেয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ নিউজবাংলাকে বলেন, জন্মের পর থেকে বাঘিনী জয়া বাচ্চাদের সঙ্গে বিরূপ আচরণ করছে।
‘জন্মের পর থেকে মা বাঘ তার শাবকদের দুধ খেতে দেয়নি। এ জন্য শাবকগুলো দুর্বল হয়ে পড়েছে। তবুও মা থেকে আলাদা করে শাবকগুলোকে খাওয়ানো হয়েছে। কিন্তু দুইটি শাবক এরই মধ্যে মারা গেছে।’
তিনি আরও বলেন, যে শাবকটি বেঁচে আছে সেটিও দুর্বল হয়ে গেছে। সেটিকেও মা থেকে আলাদা করা হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দুইটি বাঘের শাবককে হারিয়েছি। একটি বেঁচে থাকলেও সংকটাপন্ন। সেটিকে হাতে খাওয়ানো হচ্ছে।’
চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঁচে থাকা শাবকটিসহ মোট ৬টি বাঘ রয়েছে।