চট্টগ্রামের কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাট থেকে জাটকা ভর্তি এমভি ডিজনি নামে একটি ফিশিং ট্রলার আটক করা হয়েছে।
বুধবার রাত ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ মৎস্য অধিদফতর, মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলারটি আটক করা হয়।
ট্রলারটি মেসার্স আমেনা ফিশিং নামে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন।
কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জাটকা ভর্তি একটি ট্রলার আটক করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী নয় ইঞ্চি আকৃতির ইলিশ জাটকা হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী জাটকা ধরা, সংরক্ষণ, পরিবহন দণ্ডনীয় অপরাধ।