কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলার আসামি হাবিবুর রহমান হবিকে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার মামলার পর বিকেলে উপজেলার লাকুহাটি গ্রামের বাড়ি থেকে হবিকে গ্রেফতার করে পুলিশ।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার একটি গ্রামের কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ওই ছাত্রীকে শনিবার হবি ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে।
মঙ্গলবার মেয়েটির মা কিন্ডার গার্টেনের এক শিক্ষকের সহযোগিতায় থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে হবিকে গ্রেফতার করে।