বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে এক কৃষকের পাঁচটি গরু পুড়ে মারা গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আগুনে আরও একটি গরু দগ্ধ হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ কৃষকের নাম মহসিন সাকিদার। তিনি রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তেজারের ছেলে।
কৃষক মহসিন সাকিদার জানান, গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে এই আগুন লাগে। কয়েল থেকে পাটের বস্তাতে আগুন লাগলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার গোয়াল ঘরে ছয়টি গরু ছিল। তার মধ্যে পাঁচটি মারা গেছে ও একটি আহত হয়েছে। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব বলে জানান।
তিনি বলেন, হাঠৎ করেই আগুন বেড়ে গেলে আমরা জানতে পারি। প্রতিবেশীসহ সবাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত ৮টার দিকে লাগা আগুন ঘণ্টা খানেক পর নেভানো সম্ভব হয়।