কক্সবাজার শহরের পাঁচটি অভিজাত রেস্টুরেন্টকে একলাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের হোটেল মোটেল জোন কলাতলীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা নিউজবাংলাকে বলেন, ‘লাইফ ফিস রেস্টুরেন্ট, রয়েল চিলি রেস্টুরেন্ট, সি-লেম্প, হাজী বিরিয়ানীসহ পাঁচটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল বয়, বাবুর্চি কেউ মাস্ক ব্যবহার না করার অপরাধে অর্থদণ্ড দেয়া হয়।’
লাভলী ইয়াসমিন বলেন, ‘পর্যটন শহরে দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে পুরো পর্যটন মৌসুমে এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে জাতীয় ভোক্তা অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক ইমরান হোসাইনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।