দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ জানান, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মঙ্গলবার দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন- উপজেলার খলশী গ্রামের আশরাফুল আলম ও রৌহা গ্রামের শাহীন মিয়া। আদালত আশরাফুল আলমকে ৬ মাস ও শাহীন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ এই দণ্ড দেন।
তিনি জানান, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।