পুলিশের ‘জরুরি সেবা ৯৯৯’-এ দ্রুত সাড়া দেয়ার ক্ষেত্রে পরিবহন সমস্যা দূর করতে বগুড়ায় ডেডিকেটেড তিনটি গাড়ির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন উদ্বোধন করেন।
এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ সেবা পদ্ধতি চালু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ কল এসেছে। পুলিশ কলগুলোতে দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় সেবা দিয়েছে।
তবে এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা একটি অন্তরায় ছিল। দেশের প্রথম জেলা হিসেবে বগুড়ায় ৯৯৯ সার্ভিসের জন্য তিনটি গাড়ি দেয়া হলো।
পুলিশ জানিয়েছে, বগুড়ায় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিদিন গড়ে এক শ ফোন আসে। জেলা পুলিশ সাধ্যমতো সেবা দিয়ে থাকে। নতুন গাড়িগুলো শুধু ৯৯৯-এ যে কল আসবে, তার সেবায় ব্যবহার হবে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।