চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্য সহকারী হুমায়ূন রশিদ চৌধুরীকে বদলির প্রতিবাদে ও স্বাস্থ্য সহকারী-পরিদর্শকদের পদমর্যাদাসহ বেতন বাড়ানোর দাবিতে ইপিআই ও হাম-রুবেলার টিকা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে মানববন্ধন করে। সেখান থেকেই দাবি আদায়ে বক্তারা আগামী বৃহস্পতিবার থেকে এই টিকা কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভেটেরিনারি কৃষিসহ সকল ক্ষেত্রেই টেকনিক্যাল পদমর্যাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। মানবদেহের ১০টি রোগের টিকা প্রদান করেও আজ পর্যন্ত ট্যাকনিক্যাল পদমর্যাদা থেকে এখনও আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের প্রত্যাশা সংশ্লিষ্ট বিভাগ দাবি পূরণের উদ্যোগ নেবেন।
মানববন্ধনে স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহবায়ক এম আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ।
এছাড়া জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগরের স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, সরাইল সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল আহমেদ, বিজয়নগর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বখতিয়ার আহমেদ খান প্রমুখ।
মানববন্ধন থেকে চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য সহকারী ও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দাবি বাস্তবায়ন পরিষদের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হুমায়ূন রশিদ চৌধুরীকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বদলি করার নিন্দা জানানো হয়।