বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদপুরে ২৬টি নারী সংগঠনকে অনুদান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৯:৪৯

প্রতিমন্ত্রী বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার পাঁচশ স্বেচ্ছাসেবী সমিতিকে আমরা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছি। এতে সমিতির সদস্য ও গ্রামীণ নারীরা কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে সাবলম্বী হয়ে পারবেন।’

ফরিদপুরে ২৬টি নারী স্বেচ্ছাসেবী সমিতিকে অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি ফরিদপুরের নিবন্ধিত মহিলা সমিতিগুলোর মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক প্রদান করেন। এসময় সদর উপজেলার ২৬টি মহিলা সংগঠনকে ৮ লাখ টাকার অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার পাঁচশ স্বেচ্ছাসেবী সমিতিকে আমরা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছি। এতে সমিতির সদস্য ও গ্রামীণ নারীরা কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে সাবলম্বী হয়ে উঠতে পারবেন।’

এসময় বাল্য বিবাহ প্রতিরোধের আহবান জানিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘নিবন্ধিত মহিলা সমিতিগুলো প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।’

জেলার কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা মহিলা বিষয়ক অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানানোরও আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো খবর