ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামে সংখ্যালঘু একটি পরিবারের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোপঘাট এলাকায় জানমাল ও পরিবারের নিরাপত্তা চেয়ে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী আনন্দ ভাদুরী বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় কে বা কারা আমাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মধুখালী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য আমাদের বসতঘর ও আমরা বেঁচে গেছি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু লোক আমাদের উচ্ছেদে বিভিন্ন ধরনের পাঁয়তারা চালাচ্ছে। এর আগেও বসতঘরের টিনের বেড়া কেটে দিয়েছে, প্রায় প্রতিরাতেই চালের উপর ঢিল ছোড়ে। বিষয়টি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
অগ্নিসংযোগের বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সংখ্যালঘু এক পরিবারের বসতঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’