নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যানের চালকের আসন থেকে এনায়েত আলী (৫৩) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাছিকাটা এলাকায় ফিলিং স্টেশনের পাশে পিকআপ ভ্যানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এনায়েত মেহেরপুরের গাংনীর বামন্দি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাছিকাটা বিশ্বরোডের ফিলিং স্টেশনের পাশে পিকআপ ভ্যানে চালকের আসনে মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে এনায়েত আলী মারা গেছেন। তার সঙ্গে থাকা আইডি কার্ডে দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।