বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি: আটক ৩

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৬:৫৮

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার উদ্দেশ্যে নকল এনআইডি, জাল জন্মসনদ ও বিভিন্ন সিল তৈরি করার কথা স্বীকার করেন ওই তিন জন।

চট্টগ্রাম শহরের আরেফিন নগর এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

ওই তিন জন হলেন আব্দুর রহিম, আজিজুল করিম রাসেল ও সেলিনা আক্তারকে আটক করা হয়। তাদের আরেফিন নগরের ফোরকানিয়া মাদ্রাসা গলির একটি বাড়ি থেকে আটক করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার উদ্দেশ্যে নকল এনআইডি, জাল জন্মসনদ ও বিভিন্ন সিল তৈরি করার কথা স্বীকার করেন ওই তিন জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের নকল এনআইডি তৈরি করে দিতেন। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জাল সনদ তৈরি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

আটক করা তিন জনকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর