বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি চাল আত্মসাৎ: কারাগারে ইউপি চেয়ারম্যান

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৬:২০

চাল আত্মসাতের বিষয়টি জানতে পেরে চলতি মাসে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়। ওই অভিযোগ মামলা হিসেবে নিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত।

কুষ্টিয়ায় সরকারি চাল আত্মসাৎ মামলায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে দৌলতপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক এনামুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বলা হয়, ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু রিফায়েতপুর গ্রামের রুবিনা খাতুনের নামে ভিজিডি কার্ড করেন। রুবিনাকে না জানিয়ে এক বছর ধরে চেয়ারম্যান ওই কার্ডের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে চলতি মাসে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন রুবিনার ভাই মো. মুন্না। আদালত ২৪ ঘণ্টার মধ্যে দৌলতপুর থানাকে পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০ ধারায় (বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ করার অপরাধ) মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন।

এ মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর