বাজারে যাওয়ার সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও তার সহকারী।
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাকের ধাক্কায় ইনিয়া রানী দাস নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে দর্শনার সুইপার কলোনির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইনিয়া রানী দাস ওই এলাকার নরেশ দাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে ইনিয়া রানীকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে দর্শনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চলছে।