গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ইসলামপুর-নাওজোড় সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশা চালক নাজিম উদ্দীন ও যাত্রী হারুন মিয়া।
পুলিশ জানায়, উল্টোপথে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। অটোরিকশা থেকে ছিটকে পড়েন চালক ও যাত্রী। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়।ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জন।
নাজিমউদ্দীনের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার চকিয়ে পাড়া গ্রামে। হারুন মিয়ার বাড়ি গাজীপুরের বাসন থানায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।