বগুড়ার কাহালু উপেজলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদকে লাঞ্ছিতের অভিযোগে ঠিকাদার নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার মাজিদ নিজে কাহালু থানায় মামলাটি করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, সরকারি টেন্ডারে কাহালু উপজেলার নিশ্চিন্তপুর প্রতাপপুরের পানদিঘিতে রাস্তার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান তাজওয়ার ট্রেড সিস্টেম লিমিটেড। কাজ শুরুর প্রায় দুই বছর পর রাস্তাটি কার্পেটিংয়ের জন্য প্রস্তুত বলে জানান ঠিকাদার নুরুল। জানানোর পর গত শনিবার দুপুরে রাস্তাটি পরিদর্শনে যান মাজিদ।
মাজিদ মামলার বিবরণে উল্লেখ করেন, রাস্তার কাজটি নিম্নমানের হওয়ায় কার্পেটিংয়ের উপযুক্ত নয় বলে ঠিকাদারকে জানালে ক্ষিপ্ত হয়ে মাজিদকে কিল-ঘুষি মারতে শুরু করেন তিনি। প্রকৌশলীর সঙ্গে থাকা এলজিইডি অফিসের সহকারী আব্দুর রউফকেও মারধর করা হয়।
মাজিদ নিউজবাংলাকে বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করেছে। আমি উপজেলা প্রকৌশলী আহসান হাবিবের নির্দেশে ওই রাস্তা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গেলে কথাবার্তার এক পর্যায়ে আমাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মারেন নুরুল।’
অভিযোগের বিষয়ে কথা বলতে সোমবার বিকেল পর্যন্ত ঠিকাদার নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিউজবাংলাকে জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।