জমি সংক্রান্ত বিরোধের জেরে আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী অ্যাথলেট সোহেল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলাকারী মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের সাবরেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৬ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে সোহেল ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগে একটি মামলা করেন সোহেলর ভাই শাহ আলম।
মামলায় প্রধান আসামি করা হয় মোশাররফকে। এছাড়া ১০ জনকে আসামি করা হয় ওই মামলায়।
সোহেলের অভিযোগ ছিল, মামলার পর থেকেই মোশাররফ অপরিচিত সব মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ওই ঘটনায় একটি মামলা করেছেন সোহেলের ভাই শাহ আলম। তাতে ১০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি মোশাররফকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অ্যাথলেট মো. সোহেল ১২ বছর বয়সে বিকেএসপিতে ভর্তি হয়। ২০১৪ সালে ন্যাশনাল অ্যাথলেটিকস আয়োজিত জুনিয়র অ্যাথলেটস প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ পদক, ২০১৫ সালে তিনটি স্বর্ণপদক ও দুটি রৌপ্য পদক, ২০১৬ সালে দুটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদক, ২০১৭ সালে তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদক, ২০১৮ সালে তিনটি স্বর্ণপদক ও দুটি রৌপ্য পদক লাভ করেন।
এ ছাড়া ইন্টারন্যাশনাল অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন আয়োজিত ২০১৯ সালের এশিয়ান জুনিয়র গেমসে অংশ নিয়ে তিনি সাফল্য পান। ২০১৯ সালে ভারতে আয়োজিত এসিএবি কাপ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করেন।