চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় একটি বন্য হাতি হত্যা করা হয়েছে। সোমবার সকালে বড়হাতিয়া চাকফিরানি গ্রামে হাতিটির মরদেহ পায় বড়হাতিয়া বন বিভাগ।
লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মঞ্জুরুল আলম বলেন, ধারণা করা হচ্ছে, বন্য শূকর ধরার বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে হাতিটি মারা গেছে। সুরতহাল শেষ করে ঘটনাস্থলে মাটিচাপা দেয়া হয় হাতিটিকে।
বড়হাতিয়া বন বিট কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, হাতিটিকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এর আগে ১৫ নভেম্বর কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের খরলিয়া ছড়ার শাইরার ঘোনা এলাকায় আরও একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
ময়নাতদন্তে জানা যায়, হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে ও গুলি করে হত্যা করা হয়।