বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে নববধূর মরদেহ, স্বামী কোথায়

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ২০:৫২

সোমবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর কাজীটুলার অন্তরঙ্গ আবাসিক এলাকার ৪ নম্বর বাসার তালাবদ্ধ কক্ষ থেকে তামান্নার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট নগরীর কাজীটুলায় তামান্না বেগম নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার স্বামীকে কোথাও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ আবাসিক এলাকার ৪ নম্বর বাসার তালাবদ্ধ কক্ষ থেকে তামান্নার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সোমবার রাত ১২টার আগেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।স্থানীয়রা জানান, তামান্নার স্বামীর নাম আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে। তামান্নার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের (গণমাধ্যম) বলেন, ‘হত্যার কারণ তদন্ত করা হচ্ছে। মামুনকে ধরতে অভিযান চলছে। মরদেহ উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর