বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গরুর গোসল নিয়ে বিরোধে খুন, গ্রেফতার ২

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ১৯:৩৩

সোমবার দুপুরে গ্রামের এক চায়ের দোকানের সামনে আবুল কালাম আজদের সঙ্গে নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাদ তার ছেলেসহ কয়েকজন নুরুলকে লাঠি দিয়ে মারধর করেন।

নওগাঁর নিয়ামতপুরে গরু গোসল করানো নিয়ে বিরোধে সোমবার নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত নুরুল নিয়ামতপুর উপজেলার পীরপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্ত্রী আইরিন বেগম সন্ধ্যায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরই পুলিশ বদরুল আলম (৩০) ও সুমন হোসেন (৩০) নামের দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাদের গ্রেফতার দেখানো হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের পাঁচজনসহ ২৭ জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী।’

পুলিশ জানায়, নিয়ামতপুর উপজেলার পীরপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের সঙ্গে পুকুরে গরু গোসল করানো নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের আবুল কালাম আজাদের। সোমবার দুপুরে গ্রামের এক চায়ের দোকানের সামনে আবুল কালাম আজদের সঙ্গে নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাদ তার ছেলেসহ কয়েকজন নুরুলকে লাঠি দিয়ে মারধর করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মান্দা উপজেলা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর