২৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বরিশাল অঞ্চলের জন্য একইসঙ্গে শোক আর গর্বের দিন। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকহানাদার মুক্ত হয় ঝালকাঠির রাজাপুর থানা এলাকা। রাজাপুরের আকাশে ওড়ে বাংলাদেশের পতাকা।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে তারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা অংশ নেন।
২৩ নভেম্বর সকাল পর্যন্ত চলে যুদ্ধ। যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোচেন আলী নামে দুই জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কমপক্ষে ২০ জন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজাপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার শাহআলম নান্নু জানান, মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শাহজাহান ওমর।
উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে শাহজাহান ওমর এ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর ঝালকাঠি জেলায় একমাত্র বীরউত্তম খেতাবে ভূষিত হন।