চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় ধানবোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় নিহত আট ধানকাটা শ্রমিকের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে এ দাবি জানায় দলটি।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওঁগা জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বাম গণতান্ত্রিক জোট চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক কানাই চন্দসহ অনেকে।
জয়নাল আবেদীন মুকুল বলেন, ‘বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, করোনা সংকটেও কৃষক ঠিকই তার কাজ করে গেছেন। অন্নদাতা সেই কৃষকই সবচেয়ে অবহেলিত। মৃত আট কৃষক পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রে দ্বায়িত্ব, তাদের যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।’
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে জেলার দায়পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যান আটজন। এতে আরও চার জন আহত হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ধানভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে সাত ধানকাটা শ্রমিক নিহত হন। আহত হন আরও পাঁচ জন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।