বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে রংপুর নগরীর ঠিকাদার পাড়া এলাকায় একটি বাসায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে।
রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব নিউজবাংলাকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে হিজড়া মিলনের বাসায় ওই অভিযান চালাই। এ সময় সেখান থেকে ৩ হাজার ১৯৮টি ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও তিনটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।’
তবে হিজড়া মিলনকে গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি।
মাদক দ্রব্য অধিদফতরের পরিদর্শক মাহবুব রহমান জানান, ‘আমরা জানতে পারি কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত এএসআই মনিরুজ্জামান বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করছেন।’
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করীম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।