গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় একজন নিহত ও ২০ জন আহত হয়।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২১ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন কালাম শেখ নামের এক যুবক। মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের বাসিন্দা।
আহত ছয় জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর মিয়া এসব তথ্য জানান।
তিনি জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় মুকসুদপুর থানায় কোনো অভিযোগ করা হয়নি।