কক্সবাজারে বন বিভাগের দুই বিঘা জমিতে করা অবৈধ ৪০টি স্থাপনা ভেঙে দিয়েছে বন বিভাগ।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জের ফাসিয়াখালী বিটের উচিতার বিল এলাকায় গাছ কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছিল। তবে, দখলবাজিতে জড়িত কাউকে আটক করা যায়নি।
সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম।
মাজহারুল জানান, বার বার উচ্ছেদের পরও বনভূমি দখল করে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যাক্তি। সরকারি এসব জমি বিক্রিও করা হচ্ছে। যারা কিনছেন, তারা টাকা হারাবেন বলে সতর্ক করেছেন তিনি।
যারা বন বিভাগের জমি জবরদখল করছে তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করার কথাও জানান এই কর্মকর্তা।
দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বনবিভাগের এই কর্মকর্তা।