কক্সবাজার শহরে ছুরিকাঘাতে আনোয়ার হোছাইন নামে এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।
রোববার রাতে শহরের বাস টার্মিনাল এলাকার বিএডিসি খামার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আনোয়ার বগুড়ার আদমদীঘির এলাকার বাসিন্দা। তিনি মেডিপ্লাস কোম্পানির কক্সবাজারের মেডিকেল প্রমোশন কর্মকর্তা (এমপিও) ছিলেন।
স্থানীয় এক জন জানান, রাতে বিএডিসি খামারের পাশে সড়কে আনোয়ারকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়ররা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিপ্লাস কোম্পানির কর্মকর্তা মো. রিমন জানান, আনোয়ার অফিসের কাজ শেষ করে ফেরার পথে হামলার শিকার হন। তার খুনের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি রফিকুল ইসলাম জানান, দুই মাস আগে আনোয়ার কক্সবাজারে মেডিপ্লাস কোম্পানির এমপিও হিসেবে যোগ দেন। বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরীপাড়ায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনছুর বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন মেডিপ্লাসের এমপিও। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ব্যবহৃত মোবাইল, ব্যাগসহ বেশ কিছু জিনিস ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।