নড়াইল শহরতলীতে এক চালকের গলায় ছুরি চালিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হিজলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চালক জামির শেখকে (৩৭) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নড়াইল পৌরসভার দুর্গাপুর গ্রামের জলিল শেখের ছেলে।
পুলিশের ভাষ্য, যাত্রী সেজে চার যুবক রাত ৯টার দিকে শহরের মুচিপোল থেকে জামির শেখের ইজিবাইক ভাড়া করে হিজলডাঙ্গার দিকে নিয়ে যায়। স্লুইসগেটের নির্জন জায়গায় পৌঁছালে তারা গলায় ছুরি ধরে জামিরের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে ইজিবাইক নিতে গেলে বাধা দেন তিনি। ওই সময় ধস্তাধস্তির একপর্যায়ে জামিরের গলায় ছুরি চালিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় যুবকরা।
স্থানীয়রা জামিরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত নাগ জানান, গলায় ক্ষতের কারণে জামিরের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন জানান, ছিনতাই করা ইজিবাইক উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।