মাগুরায় স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে (৪৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ এনে ওই নারী রোববার অজ্ঞাতপরিচয় পাঁচ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘রোববার তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।’
ওই নারীর স্বামী জানান, চলতি আমন মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে ঘোড়ার গাড়িতে করে মাঠ থেকে ধান সংগ্রহ করে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়ার কাজ করছিলেন তারা। ২০ দিন আগে কাজের জন্য নিজ জেলা ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে আসেন স্বামী-স্ত্রী দুজন। কাজের পাশাপাশি মাঠের এক জায়গায় তাবু খাটিয়ে রাতে থাকতেন তারা।
তিনি অভিযোগ করেন, শনিবার রাতে অপরিচিত পাঁচ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্র নিয়ে তাদের তাবুতে ঢুকে পড়ে। তাকে জিম্মি করে একটি গাছে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা তাদের কাছে থাকা ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে তাদের চিৎকারে এলাকার লোকজন আসে। তারা তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ওসি জয়নাল আবেদীন নিউজবাংলাকে বলেন, ‘ধর্ষণের শিকার গৃহবধূ রোববার মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।’