ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর বাড়ির পাশের নদী থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরিবারের দাবি হত্যার পর ওই স্কুলছাত্রীকে নদীতে ফেলে দেয়া হয়েছে।
চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামের নিহত ওই স্কুলছাত্রীর নাম স্বপ্না দাস। তিনি মধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়তেন।
পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সন্ধ্যায় স্বপ্না মাছ রান্নার জন্য মাকে সাহায্য করছিল। এক পযার্য়ে সে শৌচাগারে যাওয়ার কথা বলে রান্নাঘর থেকে বের হয়। তবে এরপর সে আর ঘরে ফেরেনি। তাকে খোঁজার সময় দেখা যায় শৌচাগারের সামনে জুতা ও পানির পাত্র পড়ে আছে।
রোববার সকালে বাড়ির পাশের তিরনই নদীতে তার মরদেহ পাওয়া যায় ।
স্বপ্নার মা-বাবার দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সবুর বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় তা বোঝা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।