বরিশালের উজিরপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে আবুল হাসান হাওলাদার (৩১) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির মা পপি বেগম আবুল হাসানকে আসামি করে রোববার সকালে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, রোববার সকালে মামলা করলে অভিযান চালিয়ে উপজেলার বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার বেশ কয়েকজন শিশু আরবি পড়তে যায়। প্রতিদিনের মতো ২১ নভেম্বর ভোর সাড়ে ৫টায় আট বছরের ওই শিশুটিও পড়তে যায়। প্রতিদিন সকাল ৭টায় বাড়ি ফিরলেও দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হন তার মা। কিছু শিশুটি বাড়ি ফিরে আসলে স্বাভাবিক না থাকায় সন্দেহ করেন মা। সন্ধ্যার দিকে শিশুটির তার মাকে জানায় পড়া শেষে ইমাম আবুল হাসান তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখান ইমাম।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘মামলার পর আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’