রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হচ্ছে তাই রেল একদিন লাভজনক অবস্থায় যাবে বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি-জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়ে যাওয়ায় রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, রেল একটি সেবামূলক খাত। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেয়া হয়। পৃথিবীর কোনো দেশের রেলই লাভজনক নয়।
তিনি আরও বলেন, ‘আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করছি। তাই আশা করছি, রেল লাভজনক অবস্থায় যাবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোয়েল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলসেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা হয়।