বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশু ও দুপচাঁচিয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ দুটি ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ রোববার দুপুরে মামলা করেছেন শিশুর মা। এর পর পরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মেয়েটির মা চাল কলে কাজ করেন। ২১ নভেম্বর মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোর। পরে একটি মাঠে তার ওপর নির্যাতন চালানো হয়।
শিশুর কান্নায় স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় ওই কিশোর।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ফরেনসিক রিপোর্টের জন্য ওই মেয়েকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর পর তার জবানবন্দি নেয়া হবে।
দুপচাঁচিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি আতিক হাসানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মায়ের অনুপস্থিতিতে ১০ সেপ্টেম্বর ঘুরে ঢুকে ওই মেয়েকে ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাসান পালিয়ে যান।
এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, মামলার পরেই শনিবার রাতে ধর্ষণের অভিযোগে হাসানকে গ্রেফতার করা হয়।
রোববার আদালতের মাধ্যমে হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।