বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশের বেড়ায় অবরুদ্ধ পরিবার

  •    
  • ২২ নভেম্বর, ২০২০ ১৮:৪২

‘বাড়ির উত্তর ও দক্ষিণ পাশের রাস্তায় সোহেল বাঁশের বেড়া দিয়েছে। আমরা কেউ বের হতে পারছি না। এখন উপোশ থাকার মতো অবস্থা আমাদের।’

নওগাঁর বদলগাছীতে পূর্বশত্রুতার জেরে দরিদ্র এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা।

উপজেলার বালুভরা ইউনিয়নের কুশারমুড়ি গ্রামের অবরুদ্ধ আব্দুস সালামের পরিবারের অভিযোগ, স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের ছেলে সোহেল রানার অনৈতিক প্রস্তাবে তার স্ত্রী সাড়া না দেয়ায় তাদের বাড়ির দুই দিকে বেরুনোর পথে শনিবার বেড়া দেয়া হয়েছে।

আব্দুস সালাম জানান, সোহেল রানা তার স্ত্রীকে দীর্ঘদিন থেকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত সেপ্টেম্বরে সালামের বাড়িতে মাদক আছে সন্দেহে তাকে ও তার স্ত্রীকে পেটায় সোহেল।

ওই ঘটনায় সোহেলসহ পাঁচ জনকে আসামি করে নারী নির্যাতন মামলা করে সালামে পরিবার। মামলায় সোহেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ১২ দিন পরে জামিনে বেরিয়ে আসার পর থেকেই মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিতে থাকে বলে জানান সালাম।

সালাম বলেন, ‘বাড়ির উত্তর ও দক্ষিণ পাশের রাস্তায় সোহেল বাঁশের বেড়া দিয়েছে। আমরা কেউ বের হতে পারছি না। এখন উপোশ থাকার মতো অবস্থা আমাদের।’

ওই গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘তারা প্রভাবশালী হওয়ায় আমাদের জমি জোরপূর্বক দখলে নিতে চায়। এনিয়ে গত দুই বছরের বেশি সময় ধরে মামলা চলছে। তারা কোন কিছুকে তোয়াক্কা করেন না।’

সোহেল রানার হুমকির অভিযোগ অস্বীকার করে নিউজবাংলাকে বলেন, ‘কাউকে আটকাতে নয়, কবরস্থান রক্ষায় বাঁশের বেড়া দেয়া হয়েছে।’

স্থানীয় বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন বলেন, ‘দুই পক্ষ যদি আসে আপোস করে একটি ফয়সালার ব্যবস্থা করা হবে।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে জানান।

তিনি বলেন, ‘কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর