করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার অংশ হিসেবে মাস্ক না পরায় মৌলভীবাজারে ৯৩ হাজার ৩৯০ টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মৌলভীবাজার জেলা শহর ও সাতটি উপজেলার ২০টি স্থানে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী হাকিম অর্ণব মালাকার জানান, মাস্ক না পরার কারণে ৩৯৩ জনকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জনগণের মধ্যে মাস্ক বিতরণ করে। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নিউজবাংলাকে বলেন, ‘মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’