কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭২ হাজার ইয়াবা বড়ি ও একটি কাঠের নৌকা জব্দ করেছে।
নৌবাহিনীর লেফটেন্যান্ট (মিডিয়া) খন্দকার মুনিফ তকি রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ থানার শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে ওই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়ার পর হঠাৎ একটি কাঠের নৌকা মিয়ানমার সীমানা থেকে বাংলাদেশে আসতে দেখেন। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ সীমানায় আসার পর এটি থামার জন্য সংকেত দেন।
কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে দেয়। আর তারা পানিতে লাফিয়ে সাঁতরে মিয়ানমারের সীমানায় জঙ্গলে ঢুকে যায়।
পরে নদীতে ভাসমান বস্তাটি উদ্ধার করে এতে ৭২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।