মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানচাপায় হুজাইফা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা চৌগাছা নুরবাগ মাদ্রাসার পরিচালক ও স্থানীয় জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামের ছেলে। বাড়ি সাতক্ষীরায় হলেও চাকরির কারণে ওই এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন শফিকুল।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে গাংনী-কাথুলি সড়কের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল হুজাইফা। রাস্তা পার হওয়ার সময় যাত্রীবোঝাই ভ্যানটির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই ভ্যান ফেলে পালিয়ে যান চালক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভ্যানচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।