বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিয়ামতি ইউনিয়ন এলাকায় আকাশ সাহা সৌরভ নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে নিয়ামতি বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা।
আকাশ নিয়ামতি বন্দর এলাকার বাকপ্রতিবন্ধী শান্তি রঞ্জন সাহার ছেলে। সৌরভ নিয়ামতি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন মাসুম জানান, সংসারে অভাব-অনটন থাকায় আকাশ মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। তার সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতো না। এ কারণে ‘আত্মহত্যা’ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার জানান, অন্যান্য বন্ধু ও সহপাঠীদের সঙ্গে তাল মেলাতে পারতো না বলে স্বজনরা জানিয়েছেন। সেই হতাশা থেকে সৌরভ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এখনো কোনো মামলা হয়নি বলেনও জানান তিনি।